জাপটে ঘাড়ে ধরল ষাঁড়ে
বলল সবে জ্বর
কবজি চাড়ে কাঁপছে হাড়ে
পারলে বেঁধে ধর
কপাল পোড়ে বুদ্ধি ওড়ে
গিলছি উপদেশ
সকাল রাতে জনাক সাতে
দেখতে আসে বেশ
খাবার মুখে একটু চেখে
আসছে বমি ভাব
তেল-মসলা বড্ড জ্বালা
গন্ধে অভিশাপ
শুদ্ধ জলে খাট্টা ফলে
আহার সারাদিন
কাহিল কায়া শক্ত ছায়া
জলদি আশা ক্ষীন
এদিক ঘোরে ওদিক নড়ে
কোমর দুলে খুব
পিঠের ব্যথা মাথার ব্যথা
কোলবালিশে চুপ
ঘুমোই কবে জাগছি কবে
বাঁধা নিয়ম বাদ
দিন চারেতে মোবাইল হাতে
ভুগছি অবসাদ।।


         বিগত পাঁচদিন হলো জ্বরে ভুগছি। বর্তমান একটু সুস্থ মনে হচ্ছে। আজ হাসির ছলে তার অল্প বর্ণনা দিলাম। ভালোবাসা জানাই সকল কবিবন্ধুকে।
নমস্কার।