ভূতের দেশে      হঠাৎ এসে
      রথের হাজির হয়
অবাক ছলে       ভূতের দলে  
      বড্ড দিলেন ভয়
জোয়ান বুড়ো    ডাইনি নুড়ো  
      জমায় মাটি পথে
স্বর্গ প্রভু              ইন্দ্র বাবু
      এসছে গজ রথে
মালুম লাগে      মুখের বাগে
      আছেন ভারী চাপে
ভাষণ শুরু         দেবের গুরু
      গর্জনে দেশ কাঁপে।


মামদো ভূতে       ভয়ের গুঁতে  
       লুকায় পিছে আসি
শাঁকচুন্নি                চোরাচুন্নি
         বসছে পাশাপাশি
মেছো ভূতে          পটকা হাতে
         শুনছে আপন মনে
কানাভুলে          বালিশ কোলে
         ঘুমায় চাদর টেনে
ওদিক হতে           গেছো ভূতে
        ডাকছে ডাকিনি রে
স্কন্ধকাটা              নিশির ব্যাটা
        ঝুঁকছে নেশা করে।


ইন্দ্র বলে                 রুদ্ধ গলে
          দিচ্ছি আমি কথা
গামছা দেব             ত্রিপল দেব
        মিলবে কালো ছাতা
পাতাল ভবে          আলোক হবে
         মিলবে তড়িৎ খুঁটি
শিক্ষাহলে              ভুতের ছেলে
         কালকে পাবে পুঁথি
রঙিন শাড়ি              পাকা বাড়ি
         মিলবে সবই ফাও
তোমরা চাঁদু            ভোটটা শুধু
          বজ্র ছাপে দাও।।