একশো কোটি আমজনতার মাঝে
কত যে নরপিশাচ মিশে আছে
বলে দেবে কেউ?
আমি ওদের প্রত্যেককে শাস্তি দিতে চাই
যাতে,
পরের শিকার না ধরতে পারে
হিংস্র জন্তুটি।


কোন অপরাধে আমি বেঁধে রাখি
মুক্তাকাশে ওড়া স্বাধীন পাখিরে
'নিরাপদ' শব্দ এগিয়ে,
পায়ে শেকল কেন রাত দশটার পরে,
ভীষণ অন্যায় নয়?


আজ প্রত্যেক পরিচিত গলি সন্দিহান,
হাঁ করে মুখিয়ে রয়েছে শয়তান
গিলতে গোগ্রাসে?
ভয়ার্ত চোখে
প্রত্যেক পুরুষ দোষী সাব্যস্ত হয়,
মুখে 'কিন্তু' চিহ্ন আঁকা,
"অন্তরে কীবা আছে কেই জানে!"