পরিবার নিয়ে উদর ভরে আহার যারা পান না,
যথা স্থানে দেরিতে পৌঁছায় এসব মানুষের কান্না।


স্বল্প বেতনের চাকরি তাদের, অল্প খরচে চলা,
কষ্ট থাকলেও অভাবের কথা কাউকে যায়না বলা।


অল্প বেতন তাও পুরোপুরি পাচ্ছে না নিয়মিত,
মনের দিক দিয়ে সার্বক্ষণিক থাকছে তারা ভীত।


এক শতাংশ আয়ে অর্ধেক বেতন হচ্ছে না সম্প্রতি,
সচিবদেরও পঁচিশ ভাগ পেতে, নাই যে স্থায়ী গতি।


বেড়ে চলেছে বকেয়া বেতন মাসের-পর-মাস,
অভাব তাদের প্রতিনিয়ত করতে যাচ্ছে গ্রাস ।


সংসার চালাতে সন্তান  নিয়ে হিমশিম খাচ্ছে তারা,
টাকার অভাবে ব্যাঘাত ঘটছে সন্তানের লেখাপড়া।


সমুদয় টাকা একসাথে পেলে সংসার তাদের বাঁচে,
সহানুভূতির দৃষ্টি কামনা করে, কর্তৃপক্ষের কাছে।


                            --- সমাপ্ত ---
    ( রচনাকালঃ-২১/০৭/২০১৯ )