ভাবুন যদি সমাজ নিয়ে পড়বে সবার দৃষ্টি,
ঠকবাজেরা করছে সদায় নতুন কৌশল সৃষ্টি।


শ্রমিকদের যখন খাটায় বলে, টাকা দিবে বেশি,
কিছু দিয়ে বলে বাকি টাকা নিবে, দু'দিন পরে আসি।


তারিখ মতে আসার পরে তাকে খুঁজে নাহি পায়,
দু'দিন পরপর টাকার জন্যে আসে আর যায়।


শ্রমিককে শুনায় টাকা তো দিবেই আরো কত কিচ্ছা,
ঘুরতে ঘুরতে শ্রমিক ও বুঝে নেয় পূরণ হবে না ইচ্ছা।


পরের ধাপে যায় হাট বাজারে, সেথায় করে বিচরণ,
খুঁজতে থাকে কোন মহাজনের  সরল সহজ মন।


পঞ্চাশ হাজার টাকার মাল কিনে এক লাখ টাকা দেয়,
মহাজন' তাকে ভালো লোক বলে গ্রহণ করে নেয়।


আবার যখন পাঁচ লাখ টাকার মাল বাকি নিয়ে আসে,
মহাজন' তাকে চা পান করান বসিয়ে নিজের পাশে।


ভদ্রভাবে সম্মানের সাথে বলেন, টাকা দিবেন কবে,
বলে ভাইজান চিন্তা করবেন না আগামী মাসেই হবে।


আগামী মাস পার হয়ে গেল, আরো গেল ছয় মাস,
মহাজন' খুঁজে পাচ্ছে না তাকে এড়িয়ে চলে পাশ।


টাকা তো আর কখনো দিবে না, এটাই ঠকের নীতি,
সতর্ক থাকুন সবাইকে জানাই, আমার আন্তরিক প্রীতি।


                              --সমাপ্ত--
(রচনাকালঃ-২১/০৪/২০১৯)