অন্তরের চোখে তাকান যদি পল্লী-গ্রামের দিকে,
দেখতে পাবেন গ্রামের কেহ আছে কত দুঃখে।


প্রতিনিয়ত অনুভব করছে মানসিক অশান্তির চাপ,
বহু কষ্টে অতিবাহিত করছে জীবন চলার ধাপ।


কোন গোষ্ঠী প্রভাব খাটিয়ে চলছে প্রচন্ড দাপটে
নিরীহ মানুষ বড়ই অসহায় আছে যে বিভ্রাটে।


তুচ্ছ ঘটনায় আঘাত আনে লুটপাট করে ঘরবাড়ি,
সাধারন মানুষ নীরব দর্শক, দাঁড়িয়ে থাকে সারি সারি।


ভেঙ্গে ফেলে তাদের ঘরবাড়ি, ভেঙ্গে দেয় হাত-পা,
বর্শার আঘাতে রক্ত ঝরিয়ে, ভিজিয়ে দেয় গা।


বলবে কাকে শুনবে কে, বিচার করবেন যিনি,
উনারই লোক দুঃখ দিয়েছে,নিতে হবে মানি।


ন্যায়ই সব অন্যায় কিসের, চলবেনা কানাকানি,
আদেশ যা মানতে হবে, না যেন হয় জানাজানি।


কার কাছে যাবে, কে দিবে ন্যায়ের অধিকার,
নিরবে শুধু সহ্য করে যাচ্ছে এসব অত্যাচার।


করো না আর্তনাদ খোদাকে ডাকো,পাবে সহায়তা,
তিনিই পারেন দূর করে দিতে মানুষের মজলুমতা।

                                ---সমাপ্ত---
(রচনাকালঃ-২৬/০৪/২০১৯)