শিক্ষা জ্ঞানের অভাব হলে জানার থাকে বাকি,
সুযোগ বুঝে কেউবা তোমায় দিতে চাইবে ফাঁকি।


মিষ্টি কথায় ভোলায় তোমার সহজ সরল মন,
ধোকায় ফেলার ফন্দি আটে, ফেলতে কতক্ষণ!


জ্ঞানী হলে বুঝতে পারেন গড়ল কথার সুর,
বিপদ-আপদ কাটিয়ে থাকতে পারেন দূর।


সঠিক বুঝার কমতি হলে পড়তে হয় ধরা,
বোঝার ভুলের মাশুল পড়ায় বিবেকে হাতকড়া।


বিদ্যা বুদ্ধি জ্ঞানের ভান্ডার থাকবে যত কম,
অজান্তেই নানান বিপদ হয়ে আসবে যম।


নৈতিকতা ভুলে ঠকানোর কাজে দিচ্ছে যারা পাড়ি,
কৌশল তাদের বড়ই শক্ত, থেকো তাদের ছাড়ি।


সুসম্মানে বাঁচতে হলে রাখতে হবে জ্ঞান,
সিদ্ধান্তের আগে বারে বারে ধরতে হবে ধ্যান।


বিশ্বাস প্রবণ মানুষ যারা তারাই বেশি ঠকে,
নম্র-ভদ্র অমায়িক কন্ঠে দাঁড়াতে পারে না রুখে।


সমাজে যদি প্রতিফলন ঘটত গুণীদের ছত্রছায়া,
সরল মানুষকে ঠকাতো না কেউ, করতো ভীষণ মায়া।


শোষণমুক্ত সমাজ প্রবাহ রাখতে চাইলে ভালো,
সবার ঘরে জ্বলে উঠুক জ্ঞানার্জনের আলো।


                        --- সমাপ্ত ---
      (রচনাকালঃ-২৭/০৮/২০২০)