ভবেতে মহামানবের আবির্ভাব হচ্ছে, কালের পর কাল,
তবুও নিষ্ঠুর বর্বরতায় কেন পৃথিবীর এমন হাল।


সকল ধর্মের ধর্মীয় গুরুরা মিলে,শোনান ধর্মের বাণী,
গড়তে হবে অসাম্প্রদায়িক সমাজ, থাকবে না হানাহানি।


মানুষ জ্ঞানী ন্যায় বিচারক, আছে শ্রেষ্ঠত্বের পরিচয়,
তবু পৃথিবীতে দূর হচ্ছে না কেন, নৈতিকতার অবক্ষয়।


বিশ্ব নেতৃত্বে মহামানব হিসাবে, আমরা যাদের মানি
তাঁদের কাজের ভালো-মন্দ দিক, সব-ই হয় জানাজানি।


সকল মানুষ এক পলকে চেয়ে থাকে তাঁদের দিকে,
কেমন নেতৃত্বে, কীভাবে তাঁরা, চালান বিশ্বটাকে।


পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ জাতি, বিধাতা দিয়েছেন লিখে
বিভিন্ন মতাদর্শে মানুষ যাচ্ছে, ভিন্ন ধর্মের দিকে।


কোনো ধর্মই নেয় না মেনে কোনো প্রকার সহিংসতা,
সকল ধর্মের বাণীতে-ই আছে সহমর্মিতার কথা।


আলনূর মসজিদে নামাজ পড়েন মুসল্লী মিলে কাঁধে কাঁধ
ঘাতক তাদের জীবন কেড়ে নিল কী তাদের অপরাধ।


নিষ্পাপ মানুষের প্রাণ নিয়ে যেন, আর না ঘটে দুর্ঘটনা,
বিশ্বের মহা জ্ঞানীদের কাছে এটা-ই মোর প্রার্থনা।