রাত দুপুরে নিশা কালে
পরী আসে দলে দলে,
এসে মোরে কি বলে যে
সবকিছু যাই ভুলে।


ঝনঝনিয়ে তাল মিলিয়ে
রূপের বাহার যায় বিলিয়ে,
হঠাৎ মোরে যায় যে লয়ে
নীল আকাশের প্রান্ত ছুয়ে।


আমি তখন বলি সবারে
কোথায় আসছি বল খুলে,
সবাই বলে গান শোনাব
রেখে তোমায় রাজ মহলে।


আমি তখন রাজা হয়ে
রাজ্যটিকে চালাই মিলে,
সবাই তারা এক হয়ে
চিরস্থায়ী রাজা বলে।
  
     --সমাপ্ত--
(রচনা কাল-১৮/০৫/ ১৯৮৫)