পিতা মাতার মনোমালিন্যতায় ঝগড়াঝাঁটি ঘটে,
তাদের দ্বন্দ্বের ফলাফল সন্তানের উপর রটে।


একে অন্যের মনের রাগ শিশুর উপর ঝাড়ে,
অন্যায় ভাবে সন্তানকে তারা চর-থাপ্পড় মারে।


তিক্ততায় বিচ্ছেদের ঘটনা ঘটে তাড়াতাড়ি,
মায়ার বন্ধন ছিন্ন হয়ে, হয়ে যায় ছাড়াছাড়ি।


কিংকর্তব্যবিমূঢ় হয়ে স্ত্রী কাঁদে শিশু কোলে নিয়ে,
উদরের সন্তান ভুলে স্বামী, অন্যত্র করে বিয়ে।


পিতৃহারা সন্তান নিয়ে মা পড়ে যান বিপাকে,
অনাথ শিশুই মায়ের সম্বল, কে দেখিবে তাকে।


মায়ের মন শিশুকে কোথাও দূরে দিতে নাহি চায়,
অভাবের কারনে দু'মুঠোর জন্য কাজেতে পাঠায়।


মায়া মমতা আদর সোহাগে ভালোবাসেন কত,
ভুলের মাশুলে দুশ্চিন্তায় মা ভাবেন অবিরত।


জননী ছাড়া ঘরে আছে তার আরো ভাইবোন,
মা বলেছেন চাল-ডালসহ আনতে হবে নুন।


সংসারের হাল ধরতে হবে ভাবনায় তার আছে,
কাজ না পেলে হাত পাতে পথচারীদের কাছে।


জীবন বাজি রেখে ঝুঁকে পড়ে কঠিন কাজের দিকে,
কাজের সুযোগে মহাজনের কাছে অল্প টাকায় বিকে।


মৃত্যুর চেয়ে ঝগড়ার বিচ্ছেদ ঘটছে অহরহ,
ধৈর্যধারণের শক্তি সবাই খোদার কাছে চাহ।


                          --- সমাপ্ত ---
       (রচনাকালঃ-১৩/০৮/২০২০)