তোমার আচরণে কখনো যদি কষ্ট পায় কারো অন্তর,
হৃদয়ের কান্নায় খোদার আরশ কম্পিবে থরথর।


অত্যাচার-নিপীড়ন যদি চালাও মানুষের প্রতি,
ইতিহাস হয়ে থাকবে বিষাদ, ভুলবে না সেই স্মৃতি।


প্রতারণার কৌশলে মানুষ ঠকিয়ে হলে তুমি ধনের রাজা,
ভুক্তভোগী মানুষের অভিশাপে একদিন পাবে সাজা।


বিবেকের তাড়না উপেক্ষা করে  আছো কি মহা সুখে?
মানুষ না জানলেও প্রভু জানেন কত ব্যথা তোমার বুকে।


সেদিন আর বেশি দূরে নয় চলে যাবে সকলj যশ,
তোমার প্রতি মানুষের মুখের ভাষা হবে বড়ই কর্কশ।


শ্রদ্ধা জানাবে না মর্ম থেকে করবে তোমায় ঘৃণা,
মানুষের অভিশাপে নিজ আশয়ে বাজবে দুঃখের বীণা।


ভেসে উঠবে তোমার সামনে সারা জীবনের যত পাপ,
অনুশোচনায় দুঃখে দুঃখে পুড়লেও হবে না গুনা মাপ।


জগৎজুড়ে শান্তির সুরে কথা বলে যাচ্ছেন যারা,
অপকর্ম ভুলে তাদের ডাকে দিতে হবে সাড়া।


ক্ষণিকের জিন্দেগী চলতে হবে অন্যায়-অত্যাচার ভুলে,
জুলুম-নির্যাতন সমাজ থেকে চিরতরে  নিতে হবে তুলে।
          
                           ---সমাপ্ত---
     (রচনাকালঃ-০৬/০৯/২০১৯)