সৎ থাকলে শান্তি মিলে মনের সিংহাসনে ,
মন্দকাজে দুঃখের বীণা বাজে হৃদয় কোনে।


একটু খানি পূন্য করলে, যখন জাগে মনে সুখ,
ভাবতে হবে স্বর্গীয় পবন শীতল করছে বুক।


মন্দকাজে মনের মধ্যে না যদি বাড়ায় জ্বালা,
বুঝে নিবেন অন্তর খানি পুরে হয়েছে কালা।


পুরা মনে বুঝবে না কখনো পুণ্যাত্মার ফল,
সামাজিকতা হারিয়ে ফেললেও ভাবে সে সফল।


এই ভাবনার পরিবর্তনও আসতে পারে পরে,  
ভালো কর্মের প্রভাব হয়তো ফেলবে সমাজ জুড়ে।


লোকের সাথে হাসি মুখে বলবে যখন কথা,
স্নেহের ছোঁয়ায় দূর করবে মনের মালিন্যতা।


নিজের মাঝে জাগান দিবে শালীনতার প্রথা,
খাঁটি হয়ে উঠবে অন্তর থাকবে না জড়তা।


পরস্পর পরস্পরকে সকলে ভাবতে হবে ভাই,
সুখ-শান্তি সবার মনের মধ্যে, করে নিবে ঠাঁই।


                         --- সমাপ্ত ---
     (রচনাকালঃ-০২/০৮/২০২০)