ভাবতে পারেনি সাধারণ মানুষ কি হবে পৃথিবীর হাল,
সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে কুচক্রীদের চাল।

সকল মানুষ জন্ম নিয়েছে কোন না কোন মায়ের কোলে,
মায়ের আদর্শ যেমনই হোক না, রাখবে মাথায় তুলে।


যে ধর্মে যেজন জন্ম নিয়েছে, তার কাছে সেটা মহামূল্য,
নিজের ধর্মকে ভাবতে থাকে সে, স্বর্গের সমতুল্য।


মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অসংখ্য ধর্মের অনুসারী,
ধর্মের বিশ্বাসকে অনুসরণ করে চলছে জীবন তরী।


ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয় তো ধর্মের কাজ,
তবে কেন, কার প্ররোচনায়, এমনটা হচ্ছে আজ?


কোন আদর্শে ইসলাম ধর্মের উপর তুলছে অপবাদ,
ঈমানের জোড়ে মুমিনেরা তাই করে যাচ্ছে প্রতিবাদ।


উত্তাল করছে মাঠ-প্রান্তর কন্ঠে তাদের ঈমানের ধ্বনি,
জীবন দানে উৎসাহ জোগাচ্ছে আল কোরআনের বাণী।


খোদা ছাড়া তারা ভয় করে না অন্য কোনো প্রভু,
নবীর আদর্শ রক্ষা করতে হার মানবে না কভু।


খোদার বিশ্বাসে ঈমান এনে যারা হয়েছে আল্লাহর অলি,
ইসলাম রক্ষায় বুক পেতে নেয় তোপ কামানের গুলি।


জুলুম নির্যাতন সহ্য করে যারা খোদাকে ভালোবাসে,
শহীদি মর্যাদায় জীবন দিতে চায়,জান্নাত লাভের আশে।


                         --- সমাপ্ত ---


(রচনাকালঃ-২৪/১০/২০১৯)