বিজয়ের বয়স চুয়াল্লিশ পেরোলো  ।
ভাবছ, তবু বিজয় কেন এত খর্বাকায়  ?
বনসাই সমান্তরাল বিজয়সাই -
তোমরা অতি বুদ্ধিমান, তাই !

বিজয়ের বুকে এত রক্ত কেন ?
তোমার হাতে তরবারী, তাই ।

বিজয়ের হাতে হাতকড়া কেন ?
তোমার হাত অতি-মুক্ত তাই ।


বিজয়ের মুক্তি চাও ?
হাঃ  হাঃ  হাঃ
ঐ দেখ, তোমার ছায়া হেলে পড়েছে
অপর প্রান্তে !


ঘুরে দাঁড়াবে নতুন প্রভাতে ?
হাঃ হাঃ হাঃ
ঐ দেখ, তোমার সহযাত্রী-
সাড়ে তিন কোটি যুবা
মেরুদন্ডহীন , ভীরু, কাপুরুষ !
স্থায়ী প্রতিবন্ধি !
রক্তবন্যায় প্লাবিত বিজয় !
তোমার অনিরাপদ ভেলার তলায় ।