আমি আমার আয়নায় আর
আমার ছবিটা দেখি না।
আমি আমার হৃৎপিন্ডের
স্পন্দন অনুভব করি না।


আমি আমার “আমি’’কে আর
আমার আমিতে দেখি না
আমি আমার ছায়া দেখেও
আমাকে চিনতে পাই না।


আমি আমার ধুলিকণা থেকে
সে পুতি গন্ধ পাই না
আমি আমার ধানসিঁড়ি নদীর
অবারিত হিন্দোল দেখিনা।


আমি আমার মায়ের আঁচলে
সেই শীতলতা পাই না
আমি আমার বাবার হাতে
শাসন দন্ড দেখছিনা।


আমার দাদুর ভাংগা চশমা
মেরামত করা গেল না।
আমার দাদীর হাতের তৈরী
নকশী কাঁথা আর পাইনা।


আমি আমার স্বপ্নের আমি
আমাতেই আমি হেরেছি
আমিটিরে মোর কাঠগড়ে আনি
আসামীর বেড়ি পরেছি।


******