হিম শিশু এসেছিল
ফিরে গিয়েছে ।
অনেক বড় অভেযোগ তার ।
এটমোস্ফেয়ার  বিষাক্ত !
ক্লোরোফ্লিউরো কার্বন !
কার্বন মনক্সাইড !
সালফার ডাই-অক্সাইড !
মারাত্মক বিষ !
এতটুকু স্পেস রাখা হয়নি তার জন্য  ।


হিমালয় হতবাক !
এ কি কান্ড !
কেন, কি করেছে ওরা ?
সে তো তুমিই জান, মা ।


এলো হিম কিশোর ,
ফলাফল  ? তথৈবচ !
হিমালয় হতবাক !
এ কি কান্ড !


এল হিম যুবা
ধী-শক্তি সঞ্চারী
শের যার কাছে নতশীর !
সেও পরাজিত !
হিমালয় হতবাক !
এ কি কান্ড !


বৃদ্ধ হীম মায়ের পায়ে মাথা নুইয়ে বলে,
আমায় ক্ষমা কর, মা।
আপন শীরোচ্ছেদি বাঁচতে চায় যে !
কেন মিছে তব তার ভাবনা  ?
হিমালয় হতবাক !