বাজার-মাজার চলছে সবই, নেই কোথাও করোনা
সিনেমা হল-শপিংমলেও তাদের দেখা মেলে না।
বাণিজ্যের ঐ বিশাল মেলায় করোনারা যায় না খুব
নির্বাচনের ডামাডোলেও এই করোনা ভীষণ চুপ!
বাস ভর্তি যাত্রী ডাসা, লঞ্চ-ট্রেনেও টেকা দায়  
ওসব ভিড়ে নেই করোনা, করোনা সব বইমেলায়।
হোটেল-মোটেল-রাস্তাঘাটে স্বাস্থ্যবিধির বালাই নেই
নীতির যত কেচ্ছা-কথন সবকিছু ঐ বই-মাঠেই।
করোনারা শিক্ষিত খুব, বইমেলাতে আসবে -তাই  
সোহরাওয়ার্দীর বইমেলাকে সবার আগে বন্ধ চাই!
বইয়ের ভাঁজে ঘাপটি মেরে লুকিয়ে আছে করোনা
ইচ্ছেমতো ঘুরো-ফিরো, বইকে কেবল ছুঁয়ো না!
লেখক-পাঠক-প্রকাশক আর বইয়ের যত কর্মীগণ
বই-খাতাকে ছিকায় তুলে, গাঞ্জা টেনে ফুর্তি লন!