রিমঝিমি-ঝিম বৃষ্টি পড়ে
জলে টাপুর-টুপুর;
রংধনু রং ভর করেছে
পদ্মফোটা পুকুর।


রিনঝিনি-ঝিন নূপুর তানে
বৃষ্টিভেজা দুপুর-
মেঘলা আকাশ বশ করেছে;
কাজ বেড়েছে খুকুর।


ঝর্-ঝর-ঝর্ বৃষ্টি বানে
পুতুল বিদায় হবে;
কেয়া পাতার নৌকা চড়ে
বর আসিলে তবে।


জল টলমল্ তালপুকুরে
বিয়ের আসর হবে;
রাত নিঝুমে, চাঁদ না এলে-
জোনাক জ্বলে রবে।

------------------
ছন্দ: স্ববৃত্ত
মাত্রা কাঠামো: ৪+৪
                   ৪+২