বয়ে বেড়াই তোমাদের প্রতিনিয়ত
ক্ষুধা,তৃষ্ণা সব কিছু ছাড়াই।
তোমাদের গাল- মন্দ টা এখন আর গায়ে লাগাই না-
মনে হয় মধু পান করছি আর হাসছি।
তবুও-
খরতাপ আর পারছি না সহ্য করতে -
একটু জল দেবে কি ?


যখন তোমরা গরম হাওয়ার নিচে বসে শীতকে -
মনে কর তুচ্ছ
তখন শীত হয় আমার অভিশাপ,
ঠিক তখনই মায়ের হাতের তৈরী পাতলা কাঁথা হয় আমার স্বর্গ।
তবুও-
তীব্র ঠান্ডা আর পারছি না সহ্য করতে -
একখানা কম্বল দেবে কি ?


যখন তোমরা প্রয়াস করো ভালো লাগে না -
পল মিশ্রিত অন্ন
তখন এক থালা সাদা ভাত হয় অমৃত,
আর একটু পিঁয়াজ মরিচ হলে তো কথাই নেই ।
তবুও-
ক্ষুধা আর পারছি না সহ্য করতে -
দু-বেলা ভাত দেবে কি ?