হে সমাজ তুমি কেন এতো বিকৃত হলে ,
তুমি তো এমন ছিলে না...... !
আমি যে তোমার পূজা করি নিত্য,
তবু কেন আমার মা, বোন, স্ত্রী -
তোমার কাছ থেকে অপমান-লাঞ্ছণায় হয় সিক্ত ?


হে সমাজ তুমি কেন এতো বিকৃত হলে ,
তুমি তো এমন ছিলে না...... !
১লা বৈশাখকে তুমি করেছো কলুষিত
নারীর শাড়ির আচল টেনে -
তুমি আমায় করেছো নিমজ্জিত...।


হে সমাজ তুমি কেন এতো বিকৃত হলে ,
তুমি তো এমন ছিলে না...... !
তুমি আজ কেন নীরব মনে ঘুমোচ্ছো ,
তোমাকে যে আরও কঠোর হতে হবে-
নিজকে আবার করতে সুসজ্জিত।