ওই ঠান্ডা হাওয়া ভাসিয়ে নিয়ে যায় তোমার পানে -
তুমি কি এখনো জেগো আছো,
নাকি বৃষ্টির জ়লকণার সাথে তোমার আত্মকথা বলছো ??


জানো -
বরষার নিজস্ব কোন রং নেই,
কিন্তু সে ছড়িয়ে বেড়ায় অজস্র রং প্রতিনিয়ত সর্বত্র।


আবার ওই মেঘের গর্জন ভাসিয়ে নিয়ে যায় ঠিক কবিগুরুর পানে -
পাগলা হাওয়ার বাদল দিনে ,
যেন মন উড়ে যেতে চায় অজানায় ।


জানো -
সেখানে থাকবো শুধু তুমি, আমি দুজনে,
আর বরষার রং নিয়ে লুকোচুরি খেলবো ।