অনুভূতি জানালো নিরন্জন মাকে বর্ননা ক্রমিক ,
মটর সাইকেল কিনে না দিলে শুনবেনা কারও ডাক ৷
যাবেনা কলেজে পরবেনা কোন বই ,
দারপোশ বাবা কিনবেনা আমি মা কই ৷
ছেলেটি রাগি রাগি কারও কথা না শুনে ,
হাজার চেষ্টায় বাবা বাইকটা কিনে আনে !
বাইকটা কিনেছে বাবা অজুহাত এনেছি কাড়ি ,
অনুগত্য পোষন করে নিরন্জন দিগন্ত ছাড়ি ৷
উচ্চকাঙ্ক্ষা ছাড়েনি তারে জেগেছে নতুন শখ ,
ল্যাপটপ না হলে মা কেমনে জমবে ফেসবুক ?
ল্যাপটপ কিনে দেও ,বাবার কাছে বাইনা দেও ,
অপেক্ষা সয়না ,তাড়াতারি কিনে দেও ৷
অধিক্য বায়না তোমার বাবা চায়না ,
রেহাই দে বাবা আর কথা বাড়াস না ৷
থাকবনা বাড়ী , লাগবেনা ঠন ঠন  গাড়ী ,
এ কথা কসনা , আসুক তোর বাবা বাড়ী !
বাবা টা অস্মিত বের করতে  হবে কোন  উপায় "
প্রনয়ন টা  ধরে ল্যাপটপটি কিনলো বহু চেষ্টায় !
প্রতিনিয়ত ঘরে অজুহাতের ছড়াছড়ি  চড়ে ,
যতদিন আসে ততদিন বাড়ে ততদিন গড়ে ৷