অনেকটা বদলে গেছি আমি....!
তুরাগের কালো পানি যেমন
বর্ষায় স্বচ্ছতা পায় নির্ভুল সংস্কারে....
তেমনি স্বচ্ছ করেছো আমায়...
বদলে দিয়েছো আমায় তুমি....
যেমন করে প্রকৃতি বদলায় তার নিজস্বতায়....
আমিও তেমনি বদলে গিয়েছি
তোমার ভালবাসার বাবুই বুননে....
তালপাখার হাওয়ায় হাওয়ায় দুলতে দুলতে শিখিয়েছো কিভাবে ভালবাসরে হয়...
আমার অস্তিত্বের প্রতিটা কনায় কনায় আজ তুমি কাল তুমি আগামীতেও তোমার আনাগোনা...
আমার জীবণ বন্দনায় তসবীর দানায় দানায় জপে তোমার ই নাম...
নূরের জীবণের শিরোনাম জোনাক ফোটা ফুল যেন তুমি....


আমি তো এলোমেলো অগোছালো ছিলাম
আমার কোন আমিত্ব ছিলনা
ছিল না স্বপ্ন দেখার পায়তারা...
তুমি আমায় এ কোন যাদুর নেশায় বদলে দিলে...?
এখন আমার রাত নেই
দিন নেই, সময় নেই গময় নেই...
প্রেমের মেগনেটে টানে শুধু
তোমার হাসি মাখা মুখ...
হ্নদয়ের প্রতিটা স্পন্দন বিশ্বাসের আলপনায় একে যায় ভালবাসার সুখ...
কতো টা পরিপাটি... কতোটা গোছানো নিয়ম মাফিক করে দিয়েছে তোমার ভালবাসা যেন আমায়....!
আমি যখন তোমার সাথে দেখা করতে যাই...
তখন আমার এলোমেলো চুল ঠিক করি...
পরিস্কার আয়রণ করা তোমার পছন্দের শার্ট পড়ে সুগন্ধি মাখি গায়...
আমার নির্বাক ঠোঁটে দেখা হলে
শিমুলের মতো ফোটে কথার বচন হাসি শাদা শাপলার মতো...
তোমার অগোচরে জানতে চাওয়া কত শত প্রশ্ন আমায়
গোছল করেছি কিনা...!
খাবার খেয়েছি কিনা...!
কি করছি এখন..?
নিয়ম মাফিক নিদ্রা যাই কি না..!
এই সব হাজারো প্রশ্নের জবাবে
কতো সুশৃঙ্খল পরিপাটি আজ আমি...
এর সবটা ঘিরে শুধু তোমার ছায়াছবি
তোমাকে কাছে পাবার আকুলতা নিয়ে ভালো থাকি আমি ।
আমার এই যে পরিপাটির পূর্ণতা
তার সবটাই প্রিয়তমো তুমি


যেখানে মানুষ প্রতিনিয়ত দিয়ে আর নিয়ে জীবণ গড়ে...
আর সেখানে আমি তোমার ভালবাসায় জীবণ সাজাই পরিপাটির পর্ণতায়...