আমাকে বসন্তে নিয়ে যাও
যেখানে ফুলে ফুলে ভরে যাবে
রাঙ্গা মোহর হাত দেখে ভরে দাও ৷


আমাকে নেও বসন্তের আলোতে
সুখের মহিমায় প্রশস্ত হোক হৃদয়
গন্ধে বসুক ঘ্রাণের বাতাসেতে ৷


আমাকে নিয়ে চলো বসন্তে
কি অযৌক্তিকতা অতিক্রম
তোমাকে দেখলে হয়তো ৷
এই
সমাজ নিমন্ত্রন করে
আমাকে বসন্তে ফিরে যেতে
এই
দায়মুক্তির সংস্কৃতি।


এবং আমি
তোমাকে একটি ফুল দেখাবো


উপরে
দৈনিক


আমাকে নেও
বসন্তে


আমাকে যেতে দাও গহীন
অরন্য বিশাল ছায়া নিথরে


  যেখানে আমি তৃপ্তি করে
ফুলের সমারহ দেখাবো নির্জনে ।