আমরা মানিকগন্জ জেলাবাসী
আমরা প্রিয় শুভাশি আমরা শুভাশি
গন্জে গন্জে ছায়ানিভির বৃক্ষরাজির মেলা
সেই মেলাতে পাখিরা সব মনের মতন করে খেলা ৷
নদী  বন্দর জুড়ে ভাসছে স্ট্রিম ,জাহাজ,নৌকা
তার নিচে সাতার কাটছে হরেক রকম প্রাণের শাখা ৷


আমরা মানিকগন্জ জেলাবাসী
আমরা প্রিয় শুভাশি আমরা শুভাশি
মুসলিম ,হিন্দু , বৌদ্ধ , খ্রিষ্ট্রান
মিলে মিশে আমরা সবাই একই জেলার প্রাণ
তাইতো সবাই মিলে পালন করছে ভিন্ন ভিন্ন উৎসব
সে উৎসবে মেতে উঠে আমাদের সবার মনোভাব ৷


আমরা মানিকগন্জ জেলাবাসী
আমরা প্রিয় শুভাশি আমরা শুভাশি
এই জেলায় আছে অনেক গুনিজন
সারা বাংলা জুড়ে তারা অনেক প্রিয়জন
অর্থনীতিবিদ ছিলেন আমত্যা সেন নোবেল বিজয়ী
সারা বাংলার গর্ব তিনি আমরা মানিকগন্জ জয়ী
হীরলাল সেন , মুনীর চৌধুরী , নাইমুর রহমান দুর্জয়
তাদের নাম ইতিহাসে লিখা আছে তাদের হবে নাক ক্ষয় ৷
কবি ,শিল্পি সবই আছে মানিকগন্জ জেলায়
এই ছোট সময় বলতে গেলে শেষ হবেনা  এই বেলায়
গানে গানে সুর তুলে যে মমতাজ আপায়
মন রন্জন হাসিল করে  আনন্দ সে বিলায়  ৷


আমরা মানিকগন্জ জেলাবাসী
আমরা প্রিয় শুভাশি আমরা শুভাশি
তেওতা,ধানকোড়া নামে আছে জমিদারবাড়ী
নাহার,কামতা,সাটুরিয়া মিলে লাগছে বাহুদুরি ৷
আমরা মানিকগন্জ বাসী
আমরা আমাদের জেলাকে ভালবাসি ৷


আমরা মানিকগন্জ জেলাবাসী
আমরা প্রিয় শুভাশি আমরা শুভাশি
মানিকগন্জে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে
সেই সুবাধে স্বাধীন বাংলার পতাকে পেয়েছে ৷
রফিকউদ্দিন ভাষা শহীদ মুক্তিযুদ্ধের প্রাণ
দেশের জন্য যুদ্ধ করে দিয়ে গেলে জান ৷
আমরা মানিকগন্জ জেলাবাসী
আমরা প্রিয় শুভাশি আমরা শুভাশি ৷