প্রাপ্তিসাধ্য সমক টানে দিলাম জমিটুকু ,
বাকিটুকু জীবন কেমনে কাটবে ! নজরে কাটবে টুকু ৷
ভাই আসলো  ছেলে আসলো মাষ্টার বাড়ির কক্ষে
আমার টুকুর জমিখানা প্রচারঅভিযান মনে রেখো বক্ষে ৷
মনের কথা প্রকাশ করে , মাষ্টার ত্যাগ করলো ইহকাল !
টুকুর বাবার মৃত্যু যাপনে কাঁদলো সমন্তরাল ৷
ধারাবাহিক জীবনমাত্রা , এমনে গেলো চলে
টুকুর এবার বিয়ে হলো সাতবছরের ছেলে ৷
টুকুর শশুর খুবই চালাক গুপ্ত খবর নিলো
কৌনিক বেগে ছুটলো শশুর টুকুকে ডেকে নিলো ৷
তোমার বাপের দেওয়া জমিটুকু এখনও  রাখছো  ফেলে
তোমার ভাইকে দ্বিধাতুমান করে জমি আনো চেলে ৷
আর্বত ভবন ছেড়ে টুকু ভাইয়ের কাছে ভঙ্গি ছেপে
ভাইজান আমার জমিটুকু কবে দিবেন টিপে ৷
ভাই এবার রেগে দেখ টুকু  জমি পাবেনা ,,
বাপের সম্পদ জীবন থাকতে আমি ছারবনা ৷৷
টুকুর এবার কঠিন দশা জীবন হলো রেষা !
টুকুর মতন জীবন নেশা হাজার নারীর দশা ৷