তোমারে সুধায় রে হে মন
তাপে চাপে ডাকে হৃদয়বীন !
কতনা ভেবেছি কতনা দেখেছি স্বপন
আবেগের বল গভীরে জেগেছে চেতন ৷
পার্কের গলিতে ফোসকা , চিপসে দিবে ঠোঁটে যখন নাড়া
তাকাতে তাকাতে আমি হবো পাগল পাড়া ৷
ধারা বুকে নেশাতে নেশাতে কাটাবে জিম্মা বেশ
প্রতিক্ষনে ভাসাবো বেলামুখ নামিক প্রবেশ ৷
একি আমার আত্মার  সুরের চাওয়ার টান ?
মিশালে মধু খুঁজে পাই দেহের বান ৷
অনন্ত চাওয়া পাওয়ায়  ভিড়াবো মোর ভালোবাসা
নির্বিশেষ গুদামে রেখেছি , তা আজ ফুটালাম ভাষা ৷
ফলকের আত্মার টান থাকবে জনম ভর
হৃদয়ের আলিন্দে গাঁথিব মালা যদি তুমি না কর পর ৷
অম্লতা নয় মিষ্টিতা ভরেছে সুখের পণ
একইরূপে একাত্ম গেঁথেছে দুটি চলক রেচণ ৷
অধিহারে পেতে চাই তোমার লঘুবন্ধনী
মার্জন করো এটাই চাওয়ার সেরা বানী ৷
মিনতির মুখে আকুতি আমার বহুবার
নিবেদন করি প্রেম ফিরাবেনা ও একবার ৷
নিত্য নতুন পাশ কাটিয়ে
ভালোবাসা দেও মিটিয়ে ৷
নিষেধের দিনে থাকুক যত বাধা দেয়াল কাটা
সন্ধানীতে লঙ্ঘন হলে  অতিক্রম করে পাবে বৈধতা ৷