জলচ্ছবি খুঁজতে গিয়ে  
মুখচ্ছবি পেয়েছি এগিয়ে !
পানিতে ভাসমান আবছা আমার ছবি
উঠানামা ঢেউয়ের সাথে করে ডুবাডুবি ৷
আমি হাসলে সে ও সাথে হাসে
লাফালাফি করে  ঢেউ শুধু ভাসে ৷
যতক্ষণ ঘোলাটে না হয়
ততক্ষণ আয়নার মত দেখা হয় ৷
বেঁকে বেঁকে নদীর পাশ পথ
ছেপে ছেপে যায় আমার পা পথ !
পাশে পাশে ধানের ই চারা
কোন পাখি খেলে তাড়া !
যাই যাই একটু  পা এগিয়ে
দেখি মাঝিমাল্লারা জাল ফেলিয়ে !
চিক চাক মাছ উঠিয়ে নৌকায়
  মাঝি বায় বৈঠা জাল উঠে নৌকায় ,
ঘুরতে ঘুরতে সময় আসলো সন্ধ্যাতে
জ্বলছে পিদুম শিখার নিভু আলোতে ,
ডাকছে ডাকছে পাখিরই উড়ান্ত ঝাক
শাখ শাখে বইছে তাদের ই বাক !
যাই এখন আমার বাড়িতে
পড়তে হবে সন্ধ্যা বেলাতে ৷