বৈশাখের তুফান ঝড়ে  ,
আমগুলো যায় পড়ে ৷
আমপাতা  বাতাসে চরচরে ,
জাম পড়ে ক্ষয় করে ৷
হায়রে ! বৈশাখ ভয় হয় ,
যদি দেও তুফানের জয় ৷


আয়রে বৈশাখ  হেসে যা !
দিন বদলের মেলা দেখে যা ৷
বাজাবো তবলা , ঢোল ৷
সাজাবো মেলায় ফুল ৷
কাঁঠাল এর গন্ধ ভরা !
আমের যে ঘ্রাণ কড়া ৷
টকঝাল মিষ্টিতে !
বৈশাখের মনমাতে ৷
অায়রে বৈশাখ আয়
সাজবে সারা গাঁয় ৷
খেতে দিব পান্তা ইলিশ !
সাথে দিব ঝাল মরিচ ৷