কখনো কখনো রাত্রিতে ঘুম আসেনা
জীবানুনাশকের মত উলুপোকারা আকড়িয়ে ধরেছে বাসনা ৷
আতরের গন্ধ পাবো বলে শ্বাসে নিয়েছিলাম  সুঘ্রাণ
গন্ধের আবাসে আধারে  ছুটে এসেছিল অসংখ্য মৌমাছির প্রাণ ৷
অসংখ্য মৌমাছি একই ফুলকে খেতে খেতে ফুলকে করলো শুষ্কর ,
হামাদাবা ফুল নিজের মরণ দেখে বিচলিত হয়ে ভাবলো এটা দুষ্কর ৷
যে একদিন  শরীলের জ্বালা মিটাতে গিয়ে পেয়ছিল তৃপ্তি
আজ তার বেচেঁ থাকতে জ্বলছে এপিঠ ওপিঠের ব্যাপ্তি !
নতুন করে শুরু করতে গেলে পেচিয়ে  বন্ধ করেছে ছিদ্র ,
আলোর দেখা পাবে বলে দড়জায় দাড়াতে দড়জা বন্ধ ৷
যে ফুল নতুন করে স্বপ্ন দেখবে বলে দেহ বিলিয়ে করেছিল আয় ,
আজ তার সর্বাঙ্গে পেচিয়ে  বিষাক্ত সাপের বিষ মিশিয়ে শরীল হলো ক্ষয় ৷
হালছাড়া নাবিকের মত ধরতে পারছেনা নৌকার বৌঠার হাল
এখন তার শূন্যতায় ভাঙ্গবে কি প্রবাল প্রাচীর খন্ডিশার ছাল ?
যে একদিন সংসারের মায়ায় সংসার ঘুচাতোে তাজমহলের মত ,
আজ তার কান্নায় বুকভাসে শ্রাবন মশাল ধারার বৃষ্টির মত ৷
মনে হয় বাতাশে ধূলিবালী মেখে প্রাণ নিয়ে করেছে দূষন
তারই সাথে আত্নরা বেহুস হয়ে পড়েছে  তার  তান্ডবের ভোজন ৷
আজ তাই এলোপাথরি ভাবতে সময়ে ছেড়েছে যৌবন !
হতভম্ভ তাই বিষমাখা জীবন রোপন করেছে দুঃখ বপন ৷
জীম মেরে বসে থেকে চিন্তার বর্হি প্রকাশ ঘটে যত
ছলনায় ভাবে মিথ্যের আশ্বাস সত্যকে ঝেড়ে হয়েছে ক্ষত !