খন্ডকাল টুকরো করে সাজিয়ে নেই তোমার রঙ্গে ,
তুমি যখন কোমর দুলাও তোমার  শাড়ী নরাঙ্গে ৷
চিত্রকারে রং সাজালে তোমার আঁচল উড়ান্ত ,
আমি যখন ছবি আঁকি তোমার রূপ চুড়ান্ত ৷
প্রজাপতি ডানা মেললে তুমি হও দুরান্ত ,
আমি এখন পিছু নিছি তোমার দিকে ছুটান্ত ৷
হৃদয় থেকে রঙ সাজালে আমি তোমার আসাক্ত !
রঙের কারণ জানতে চাইলে বয়স তোমার উপযুর্ক্ত ৷
ঐ তো তোমার নাকের ডগা ঠোঁটটা তোমার অস্তির
আমার এখন বয়স কম থাকতে চাইনা স্তির !
রং ই যখন তোমার বাড়ি আমি আসি আড়ি আড়ি
চিনা জানা রং মহলে চিনি তোমার পথের সাড়ি ৷
হীরন কাজল চোখের পাতা সাজেক তোমার ব্রু ,
হাসলে  আমার মন ভরে যায় কণ্ঠে তোমার ভ্রু ৷
চুল ছড়ানো পেখম দোলা উড়ান্ততে এলোকেশি
চেয়ে থাকলে প্রেমে পড়ি রূপ যে তোমার বেশি ৷
এতো দেখি মন ভরে না রূপ যে তোমার ছবি
অন্ধকারে দেখি ছবি মন যে আমার রবি ৷
এতোই যখন ফিলিং আসে আমার মনের আবাস
মন দখলের আয়োজনে দেও না একটু বিকাশ ৷