চলক বাড়িয়ে পলক কাড়িয়ে
দুলছে দুলক পাকনা উড়িয়ে ৷
ডাকো না ডেকো না উড়াল পঙ্ক্ষীকে
সুখের যাত্রার  অনড়  ফটক যাত্রীকে !
অল বল তার স্বপ্নের দিন
সিন সান পাজরে  বাজে বীন ৷
তিন টান হেলে দুলে বাহু বান
দম টান সরগের কাছে এলে অনুদান ৷
সৌকর্য উপ কেশেতে বেঁধেছে খোপায় ফুল ,
চমকে হারিয়েছি কপট পরিচয় কেড়েছে দিল ৷
কপালের টিপ একেঁছে  ভবের মায়ার আসর
ভরাডুবি কূল সর্বাত্রে ভাবায় তরফ নীড় ৷
চোখের ঈশারায় পাতামাখা কাজল আঁকে ,
দূরে আছে তবে দূরে নয়,দূরকে আঁকি নিড়িবিড়ি ছকে ৷
দখল আচরে বাজিমত ধরফর স্থুল ,
ঝিলিক চমক ভরে মন আমার চঞ্চল !
কে গো  তুমি উড়ো পাখি ?
নিড়িবিড়ি মায়ায় তোমার ছায়া আকিঁ !