কলি গুচ্ছ  মেলেছে ঝটিকা ,
রজনী শেষে চুহান বেলি গুচিকা ৷
পুষ্প ফুটেছে সখি গন্ধ সুভাসে ,
মাতুম মগডালা সুখের আকাশে ৷
বেজেছে কানে ধৌন পণ্জিকা
জুঁই বরণে নিরণে নীড় স্বস্তিকা ৷
যতনে নিভৃত আবরণে ঝাঁপটে
বাতাস ঝড়ে অসুখে কপাটে ৷
কচি কচুরিফুল হেলেছে মেলেছে
নদীর কূলে পুকুর পাড়ে এসেছে ৷
হে সখি নিঙ্গাণে তুলে হাতে ধরো
নজরে জুটিকা সই মুঠো নাড়ো ৷
দেখ সখি চোখ রসে গুন্জর স্বরে
লসিকা কলধ্বনি অজ নীড়ে সুর ধরে ৷
ওগো নদী পানি দে সুরলা বাইয়া যাবে
গুন্জটিকা লৌহান গরমিল চেয়ে রবে ৷
শুশ্রা দেবী পাদনে দুহাতে বালা
গেঁথে দেও গলার অলনে মালা ৷
গড়তে দেও বাগিচাকে হে সখি
গুচ্ছ ফুলে আলোড়ন শো রাখি ৷