শুনেন মুমিন মুসলমান নামাজেতে যান
ঐ তো শোনা যাচ্ছে মুয়াজ্জীননের আযান ৷
বিনা অজুহাতে মনের অখেয়ালে নামাজ করিবনা  কাযা ,
কঠিন বিচারলয়ে  নামাজ ছাড়িলে পাবেন অনেক সাজা ৷
পাপিষ্ঠ যারা আছি জানিনা কখন কোথায় হয়েছে  ভুল ?
আসমান জমিনে যা ছিলো তা নিয়ে থাকতাম মশগুল !
দিন শেষে দেখতাম যদি প্রভু পাপের ভান্ডার
দয়া করো প্রভু লুটিয়ে পড়তাম আস্থার উপর ৷
জমা করে দিলে একত্রে  সব পাপের হাল
কেমনে সইবো প্রভু থাকবেনা পিঠের ছাল ৷
আহম্ক হয়ে সেদিন তো বুজিনি সব হবে পর !
দুনিয়াটা ছিলো সামিয়িক কিছুক্ষণ পরিক্ষার ঘর ৷
আখিরাতে পুঁজি না জমাতে  আগে নিয়েন না প্রভু আমার দম
ঐ কঠিন আযাবে নিতে পারবোনা আমি দূর্বল অক্ষম ৷
ইয়া নাফসি বলে সেই দিন না পাই কোন উছিয়াত ৷
নিদয়া দুঃখ সেদিন দিবেনা সারা  পাবো না কোন হাসানাত ৷
শোন মুসলমান সময় থাকতে পড়ি নামাজ , ধরি মোনাজাত ৷
আখরে জমাবে পুঁজি , পাবে বেহস্তের চাবি , পাবে রহমত ৷
শুনেন মুমিন মুসলমান নামাজেতে যান
ঐ তো শোনা যাচ্ছে মুয়াজ্জিনের আযান ৷