সাবধান ! দেশদ্রৌহিতাকে খুন করো ,
মানবতাকে  নয় ৷
সাবধান  ! অন্যায়কে দমন  করো ,
নীরহ মানুষকে নয় ৷
সাবধান ! অগ্নিকে কাজে  লাগাও ,
জীবননাশকতার জন্য নয় ৷
সাবধান  ! ললনাকে ভোগ করো ,
কিন্তু অন্যায় করে নয় ৷
সাবধান ! মাদকআসক্ত না হয়ে ,
মাদকরোধে কার্জ  করি ৷
সাবধান ! গ্যাসকে ব্যাবহার করো ,
অপচয় করে নয় ৷
সাবধান ! বিদ্যুৎকে কাজে লাগাও ,
অযথা ব্যায় করে নয় ৷
সাবধান ! অতিরিক্ত যাত্রী হয়ে ,
যাতায়াত করো না ৷
কারণ সময়ের  চেয়ে উর্ধ্বে ,
জীবনের সাত রং ৷
সাবধান শিক্ষাকে অন্ধকার দিকে নয় ,
আলোর দিকে ধাবিত করি ৷
সাবধান ! দেশকে ভালবেসে যুদ্ধ করো ,
জঙ্গিবাদ হওয়ার জন্য নয় ৷