সংখ্য বাড়ালে ,বৃদ্ধি  হয় !
বিপুল দামে সরাগম হয় ,
তাতে ক্রেতার ,মিশ্রন সয় ৷


রঙ মাখিলে রঙ্গিন হয় ৷
তাতে পন্য ভেজাল সয় ৷


যুগের বৎস্য পরিবর্তন হয় ৷
আদি সমাজ বিবর্তন হয় ৷
অন্ধকারে  দিনের নৈকট ডাকে ,
আলোকে দিনের অগ্র গনে ৷


যাত্রা পথ দৃঢ় শুনে ৷
নবযৌবনের উদ্দাম তুলে ৷
সংখ্যালঘুর আক্ষেপ সয় ,
দল ভাঙ্গিলে ঝাঝরা হয় ৷
মানুষ বেধেঁ সম্পর্ক বুঝে ,
তাতে বিণয় সঙ্গ খুজেঁ ৷


মানুষ রুপে সবাই হয় ৷
শিক্ষা গুনে পরিবর্তন রয় ৷