আমার বাড়ির কদম তলায় ফুল তুমি চাও !
আমি চাই নিয়ম করে তুমি ফুল নিয়ে যাও ৷
প্রতিদিন ঠিক সময়ে ফুল রাখি  ছিড়ে ,
তোমার ফরাগে টৌপর করে নেও  তুমি ভরে ৷
আমি তখন প্রাণ উচ্ছ্বাসে দেখলাম মুগ্ধ হয়ে  
তোমার রূপের বাহার দেখে থাকলাম চেয়ে ৷


রূপ মহলে রূপবতী কোদালপুরে তোমার বাড়ি
তোমার সাথে আড়ি দিয়ে পদ্মা নদী পাড়ি ৷
পদ্মা নদীর ঢেউ খেলানো তোমার মনে দোলক
ছলছলিয়ে জল গড়াবে পড়বে তোমার পলক ৷
সন্ধ্যায় যখন বাড়ি ফিরবে , মনে পড়বে আমায়
এ জন্মে আধার কেটে ভাব জমবে  দুজনায় ৷
চার দেয়ালে বন্দি তোমার আপন ঘরে ,
তবু ও তুমি সুযোগ পেলে আসো আমার ঘরে ৷
আমার অনেক ইচ্ছা আছে তোমায় বলতে চাই ,
মায়া ভরা জোৎস্নায় আমি তোমায় রাখতে চাই ৷
তোমার হাতের একটা হাত আমি ধরতে চাই ,
তোমার সাথে পাঁ মিলিয়ে আমি চলতে চাই ৷
তোমার মনে একটা না হয় আমি প্রদীপ ছোঁব !
আলতো করে মুখ বাড়িয়ে না হয় চুমু খাবো ৷
এই নিয়তে তোমার মনে আমার অসুখ বেড়ে যায়
তোমায় দেখলে আমার  মনে অসুখ ছেড়ে যায়  ৷


লোক সমাজে আড়াল করে আমাদের ঝুঁটি
মন কারবারে যতন করে রাখবো শক্ত খুঁটি ৷
আমার অনেক আশা আছে তোমায় আমি বলি
প্রতিদিন দেখা করি   ঐ দূরের  উঁজানতলি ৷
উঁজান তলীর একলা নীড় পেখম তলা বাসা
ইচ্ছে করে লুকিয়ে থাকি ভিন্ন রূপের খাঁচা ৷
এমন সুখে গড়ে তুলি  ভিন্ন আমেজ সানাই
ইচ্ছে করে বাঁজিয়ে দেই  নতুন বিয়ের সানাই ৷
রাত কেঁটে যায় তোমায় পেয়ে ,পূর্ণ জোয়াড় বেঁয়ে
দিন কেঁটে তোমায় চেঁয়ে শূণ্য দেয়াল রয়ে ৷
তাইতো আমার একলা ঘরে তোমায় রাখতে চাই,
সারাজীবন বাজিমাত তোমায় নিয়ে ধরতে চাই ৷