বিবেক আগায় ,বিবেক বাঁচায় !
নষ্ট বাঁধন কান্ড ঘটায় ৷
বিবেক হাসায় ,বিবেক কাঁদায়
ভূবন তারে বিবেক সাজায় ৷
বিবেক তরু ,বিবেক কারু
ফুলের পাপরী , কচি ডগায় সারু ৷
বিবেক দাতা , বিবেক মানবতা
সত্য বিবেক , সত্য মিতা !
বিবেক নন্দ , বিবেক ভালো
মন্দ জ্বালা সবে কালো ৷
বিবেক জানে সেবার ধর্ম
বিবেক হারালে হবে কুকর্ম ৷
বিবেক রাসন , বিবেক ভাজন
বিবেক কৌশল,বিবেক গ্রহন ৷
বিবেক লঙ্গন বিবেক কম্পন
বিবেক মিটার বিবেক বন্টন ৷
বিবেক উদার , বিবেক সুজন
বিবেক হটায় যারা কুজন ৷
বিবেক মহৎ , বিবেক শীর্ষে
ভালো মন্দ বিবেক ঘর্ষে ৷