এখন ও সময় আছে আমাকে বলো
কেমন আছো কি কারণে অভিমানে চলো ?
ফাঁরাকে বেঁধে রংধনু যবনে নিরাশ ছায়া
লেগেছে হৃদয়ে আপন রূপে উদয়ন মায়া ৷
জানিনা কোন নায়ে উজান বাইছে নিঁখুত অলি
ডিঙ্গালে বাঁরেক নদী সাগর মোহনার পলি ৷
যেখানে রাত দিন অপেক্ষার প্রহর গুনতাম
সেখানে কেন হতাশায় জ্বলে পুড়ে ছাই করলাম ৷
বিহঙ্গ অভিমানে কোলাহলে চেঁচামেচি বুজিতাম
বুজিতাম না ধ্বনি খুঁজিতাম না  টুকরো রসতম ৷
খুঁজি আমি সবই নীরাশা বুঁকে প্রকট ঢেলেছে
কত ব্যথা কত আশা ছিন্ন আলো মুখ পড়েছে ৷
যায় কি তারে ভুলা সয় কি গোঁপন তড়িৎ বিদ্ধস্ত
ছিটকে পড়েছে জানা নেই কোথায় এত অধস্ত ?
শুধু জানি তুমি ফুল পরাগে করেছো মালাবদল ,
অতই জলে কাঁদি আমি ঠিকানা করেছে পাগল ৷
কে শুনিবে ডাক কে দিবে মায়াজালে নিবে বেঁধে  অথই ছোঁয়াতলে বিনয় কপাটে  কে বা নিবে সেঁধে
অবাক পৃথিবী অবাক তুমি বদলে গেছো তুমি
মায়ায় কাননে শুধু বেঁধে রেখেছি শুধুই আমি ৷
তকমা কি বুঁজে সে আকাশ কেন বেদনায় কাঁদে
নীরহ অবিচলে কোন সুতায় নাটাই ঘুড়ি বাঁধে ৷