নিয়তির নিয়মে ,শূঙ্খলার পরিপূরকে ৷
সৃষ্টি পৃথিবী চলন্ত গতিতে  ৷
উজ্জল নক্ষত্রে উজ্জাবিত ৷
সন্ধানে অবিরত   রহস্যের  বাতিঘর ৷
দিবা উজ্জাবিত হয় আলোর ঝলকে ৷
আলোতে ফিরে আসে বৈচিত্রময় ৷
অন্ধকার নেমে আসে  ,বুজি বিশ্রামের কারণে ৷
সেই বিশ্রাম  দিতে পারে সতেজ হৃদয়ের প্রান্তরে ৷
আবিষ্কারক মাতে সৃষ্টির রহস্য ৷
কল্পিত কল্পনায় ,আধারে তোমার নাম যেন ,,
গোধূলি , আধার , নির্জন আধার ৷
দিবাতে  ও তুমি ভুল করনি !
সমান সমান ভাগ !
রবি মামার আগমনে তুমি যেন রূপকথা আঁকিলে ৷
ভোরের আলো , ক্লান্ত দুপুর , চমৎকার বৈকাল ,
সবই যেন দিবার   কারুকার্য  ফসল ,
যা বিধাতা খুশি হয়ে বুজি করিল সর্পন !
অশান্ত মন তুমি হীনা ৷
তুমি আমার , তুমি হারাবে কোথায় ?
তুমি হীনা দিবা নিশি তারতম্য ঠিক থাকে না  ৷
  তুমি আলো, সর্বাত্রে তোমার শোভা ৷
তুমি অন্ধকার , সর্বাত্রে তোমার বাস ৷
তুমি নিয়মের শৃঙ্খল , সর্বত্রে দান কর সমান ৷
সত্যি তুমি উদার , মহৎ তোমার  দান ৷