রক্ত মোর দেহ শিরা , উপশিরার সঞ্চয় ৷
সংগঠিত অঙ্গের বেঁচে থাকার বন্ধক ৷
ভাষা মোর বাগযন্ত্রের স্পর্শ ধ্বনি ৷
প্রকাশ করে ভাবের বহু সমষ্টি ধ্বনি ৷


পিতা-মাতা , মোর লালন পালনের উপচয় ৷
ধরা বুকে রাখিলাম মাথা , যেন তার প্রতিফল ৷
সমাজ মোর বাঁধনে গড়া বিবেকের  ক্ষীদে ৷
একাত্ব দূর করতে মূল কর্তব্য তার বীজে ৷
শিক্ষা  শিক্ষকের ,ছাত্রের দীক্ষার জ্বলন্ত কারিগর ৷
পূর্ণাঙ্গ ভেসে ওঠে , ওই শিক্ষকের জ্বালানি পারাপারে ৷
দেশ মোর বৈধ্যতার  প্রতিমূর্তি ৷
গর্জনে   শির তুলে  ফুটে ভাবমূর্তি ৷
যাত্রীর ভরসা চালকের চালিকা শক্তি ৷
দেশের ভরসা সরকারের মূল ভিত্তি ৷


ভরসা  যুগ সূত্রে গাঁথা  , বিচরণ অখিল ৷
পদে পদে সাজানো  পৃথিবী , সবই  ভরসার দাখিল ৷