জল ভরে যে দীঘিনালা
তার প্রেমে মাটির তলা
উজান তলে ভাসলো ভেলায়
আসবে বন্ধু কোন বেলায় ?
ঝড়ছে দুলছে বৃক্ষ পাতা
লাগবে না আর মাথায় ছাতা ৷
জল তৃণ্ষা পাইলে অভায়
নারিকেল পেড়ে দিব মজায়
আসো তুমি দীঘির পাড়ে
দেখবে কত ঝিঁনুক নড়ে ৷
মাছের সাথে বকের খেলা
মাছ ধরতে যায় যে বেলা ৷
পানির উপর খুঁটিতে চড়ে
কাছিম হাঁটে ধীরে ধীরে  ৷
জলে ভাসা হাঁসের চলা
ঢেউ তুলেছে দীঘির তলা
চারিদিকে সবুজ ঘেরাও
মিষ্টি পাখি গাইছে দাঁড়াও ৷
এত মোহ মায়ায় ভীরে
তোমার হাতটি রাখব ধরে
আসতে পারো দীঘির কূলে
রাখব আমি সুখের দুলে ৷