জানি জানি গো তুমি আমারই আছো
তবে কেন মনে গো ব্যথা নিয়ে বাঁচো ৷
হারাতে দিবো না মনের গহীন থেকে
তোমায় নিয়ে ঘর বাঁধব মেঘ ঢেকে ৷
তোমার হাঁসি মুক্তঝরে শঙ্খচিলে রোধে
বেহুলায় ভাসি  তোমার অভাববোধে ৷
জানি জানিগো তুমি আমারই আছো
তবে কেন মনে গো ব্যথা নিয়ে বাঁচো ৷
এই ব্যথা সেই ব্যথা নয় তুমি দূরে আছো ৷
পরগ মাখা শাখায় তুমি স্বরণ মিশে গেছো  
জানি আগে অনুরাগে ধরেছে তোমায়
তোমার হাওয়ায় মিলেমিশে ডাকছে আমায় ৷
দূর থেকে কাছে লাগে , লাগে আমার ভালো
দূর থেকে অলি ঝাজে তালবাহনা শিব মেলো ৷
গুছিয়ে দাও সাজিয়ে দেই রঙ্গের বাহার খুলে
সব সংশয় গুলিয়ে যাক দুজনের মিলে ৷
দূর সংকত  আর নয় বাঁধা , ভরে যাক বন্ধন
মিলে গেছে বাসা সব সংশয় আজ হোক বিনোদন ৷