আমার কান্নার ই জলে
তুমি দুঃখ যে দিলে !
তোমার কথা ভেবে ভেবে
আনমনা মন বলে ৷
দিয়েছিলে দেখা তুমি
স্মৃতি স্বরণ পাতায় ,
এখন তুমি হারিয়ে গেলে
দূর -  অজনায় ৷


যাচ্ছে বিকাল গুমড়ি খেয়ে
আসবে কি সেই সময়  ?
তোমার ছবি বুকে নিয়ে
কাটছে সময় অসাহায়  ৷
আবেগ নিয়ে খেলা করে
আমার জগৎ দিলে পুড়ে !


তোমার মতন নিঠুর বন্ধু
কোন জনমে মিলে ?
প্রেম প্রেম খেলা করে
তুমি দুঃখ যে দিলে ৷
আমার কান্নার ই জলে
তুমি  দুঃখ যে দিলে ৷


  দিয়েছিলে ব্যথা তুমি
পর করেছো আমায়
কোন পরশে ভুলে গেছো
অন্যের ঘর সাজাও ৷
গিয়ে থাকলে আমার গেছে
আপত্তি নাই তাতে ,
তুমি যেন ভালো থেকো
দোয়া করি মোনাজাতে ৷


আমার কান্নার ই জলে
তুমি দুঃখ যে দিলে ৷