এখনো তাকে খুঁজি আকাশের নীল হয়ে ,
ডানা ঝাঁপটে উড়ান্ত চিল হয়ে ৷
হাহাকার করাল রৌদ্র তীব্র গ্রীষ্মকালে ,
খুঁজি অরণ্য প্রিয়ারে বিষাদের আবাস থলে ৷
খুঁজি আলো , অন্ধকার জলে ভরা বর্ষায় ,
দিকের নিযুক্ত  প্রস্তর আনাতে জুঁই ভাসায় ৷
চেয়ে থাকি শরৎ কাশফুলে সাদা ধুবে ,
পূর্ণিমা ধরা সদ্যস্নাতা নিয়ে যাবে ৷
কি লাভ চেয়ে , ভরে বৈরাগের বিষন্নতা ,
ধান পাকার মতন নেই হেমন্ত আসন্নতা ৷
সীমাহীন শূণ্যতায় ভুগি বিশাল কারুন্য ,
কুয়াশায় ঢাকা পড়ে শীতে নেই সেই অরণ্য ৷
শুধু প্রতীক্ষায় শেষ হয় গন্ধমদির প্রগলতায় ,
আর কোলাহল চলে যায় বসন্তের অবহেলায় ৷
এভাবে কাটে ঘোর ,এভাবে কেটে যায়
বিষাদে ভরা চক্রনীল পুড়িয়ে দহন সময় !