তমল নিচে কোমল গালে ,
মৃদু হাসিতে টোল ফুলে !
হাসি মাখা মুখে তারে  
খৈ ফুটানো ঝরনা জড়ে ৷
জ্বলছি জ্বলছি ভেতর থেকে
দেখবে কি তুমি হৃদয় থেকে ?
সোহাগে সোহাগে যতন করে
রাখবো তোমায়  বুকের ঘরে !
মন উদাসী পাতাল ফিরি
তারে নিয়া স্বপ্নে ঘিরি !
বায়ূকাষ্ঠ নিদান ছেকে ,
ছুটছে ধমনি বিধান বেঁঁকে ৷
বংশনাম পদনাম ছেড়ে
পাড়ি দিবো তোমার ঘরে ৷
লোকসজ্জা ঝেড়ে  মুছে
গহীন চরে মন মাতাবো শেষে ৷
মাত্রা ভেঙ্গে যাত্রা  বেশে
ক্ষয় করেছে হুশের কেশে ৷
পূর্বপ্রান্ত না দক্ষিনপ্রান্ত ,
দিকনির্দেশনা হয়নি ক্ষান্ত ৷
যেদিকে চলি সেদিকে রাখি আমলে
নিদারুন দেখতে তুমি  সর্বকালে ৷
পীড়ার নিদান স্বভাব রূপে
প্রিয় তোমায় দেখি বহুরূপে ৷