অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে ,
দীর্ঘশ্বাস চলে অপরাগতা অক্ষিপট হয়ে ৷
কুলির কাজ বলকারক মুছে গিয়ে
চলে ভিক্ষার থলি লয়ে !!
একে বাধাঁ যেন দুঃসাধ্য অনল সংকটে
নিয়ন্তিত পূনর্বাসন , ফিরতি টিকিটের মত কাটে ৷
ঘর বাড়ীহীন মানুষেরা ঘুমায় রাস্তা ঘাটে
দু মুঠু ভাতের জন্য অবিরাম ছুটে ৷
  জাতি আজ বিকিরন ঘূর্ণায় নীচু বংশ বলে
এ জাত কি  তৈরি হয়নি তোমার হীনতার ছলে ৷
বহু অট্রলিকা তৈরি হয়  তবে অভাবগ্রস্তদের ছাদ নেই !
প্রচুর খাবার নষ্ট হয় তবু ও ক্ষুর্ধাতের আহার নেই ৷
বেঁচে থাকা মানুষ সরে পর হয়
যেমন  বিকলঙ্গ মানুষ রয় !!
আমার ধ্বনিতে দাঁতের ফিকাতে কাঁপে
কাটা রক্তে গলগল বেরিয়ে পরার চাপে ৷
  ইজ্জত দে এ আমার ভাই এ আমার বোন
এ আমার বাবা এ আমার মা ভালোবাসার স্নেহের বাঁধন ৷
পাকস্থলি মেপে দেখ অভিসন্দর্ভে কতটা তাপবান ৷
বৈধতা বিক্রতা আজ ঘুষের থালায়
নিয়মের গুন্ডি ছেড়ে ছুটে বেহায়াপানায় ৷
জীবন্ত মানুষ বিষাক্ত সাপের ছোঁয়ালের বিবৃত
  কখন কি ক্ষতি হয় কুটিরে আগুনের ফঁত !!
ভেজা বিড়ালে পারে কি এমন হীনমানতা ,
চুপিসরে গিলে খায় দুঃখওয়ালাদের ভাগ্যটা ৷