আজ ফাল্গুনে  তাপে পুড়েছে পাজর ৷
ভাবনায়  স্বপ্ন দেখি , পালকবিহীন ৷
ছলনা আশা বিষের তাজ   পরে ,
ছন্দহীন জীবন ! গন্ধহীন হয়ে ৷
ধূকে ধূকে  পড়ছে ভারসম্যহীন ৷
অভিসপ্ত  জীবন রং বিহীন ৷
নয়নের জলে ৷
ক্রন্দনে নয়ন ভিজালো , বালিশের কোণে ৷
সুখের বাড়ি ধরল গুনে ৷
বাড়ন্ত সুখ , নয়নের জ্বলে ভাসে ৷
যন্তনা কাতর পাজরে আসে ৷
ফেটে চৌচির বহরে বুকে ৷
লহরে শুনেছি ,বন্ধন সুখে ৷
পুষ্প কি ফুটবে নজরে !
অভয় দিয়েছে কি মোরে ৷
নীলপ্তীর  ক্রন্দনে ,খসে পরছে প্রণয় ৷
বীরহে বাসনা ,গম্ভীর ক্রোধে
ছলনায় তণ্ময় স্বয়ে ৷
আজ এই মোর পাজরে অগ্নি বহর লয়ে ৷
পাড়ি দিব  কোন বহনে !
আলোয় মিছিলো   ঝাজড়া কাটার  খড়গ ৷
মূধিলা বাতাসে  গাথিঁবে কি সুভাস ছরার মোড়ক ৷
দিবে কি মোরে ? পড়ন্ত  সুখের , উত্থান  দোলা ৷