আজ  খুশিতে  অভিরুচি  গগন ,
বাধন ঝুটেছে বন্ধুর অববয়ব ৷
বাধনে পুষ্প  অননঙ্গ , প্রভা ৷
নিভাতে পারে না ঝুটির শোভা ৷
সাজানো হাসিতে ,মুখরিত মধু ৷
আড্ডায় মাতাল সৌখিন বাটী ৷
রজনীকান্ত  হাসে রে  তিমিরে ৷
মিলবে কখন নতুন চমক ৷
বন্ধুর  অভীকে কুসুম লোহিত ৷
বিপদে পাশে , সর্বস্যাচী ৷
বিনোদনে বন্ধু মহান পন্ডিত ৷
পারে কে !খুশিতে লহরী দ্বারা ৷
থামাতে পারে কি অটল চূড়া ৷
নিভানো যাবেনা এমন অগ্নি ৷
বাঁধনে সৃষ্টি ,সিন্ধুকে  গাথা  ৷
বাকলে বৃক্ষে গহীন শাখা ৷
বন্ধু বুনেঁ ভাবের চালা ৷
বন্ধু  ছারা চলেনা জীবন ৷
চমকে সাঁঝে তুমুল বিশ্ব ৷