কষ্টের মাঝে , কষ্টের বুলি  
বাপকে আমি কেমনে ভুলি ৷
পেয়েছিলাম আদর !
বিনয়ে   জপি কদর ৷
ধার্মিক বাবা ধার্মিক
ইসলাম বাবার কর্মিক ৷
বিনীত বাবা ধর্ম পালন
কষ্ট করে মোদের করেছে লালন ৷
অসুখে ঔষুধ  আরাধ্য আরূঢ় ,
নিরলস বাবা একান্ন  সফর ৷
আমার মাথায় হাত বুলিয়ে বাবা,  অধ্যাসে প্রস্থান !
আরাধনা বিধাতার কাছে , ভাল থাকে সন্তান ৷
অনুচিকীর্ষু রেণু কালান্তর !
রোজনামচা সমবেদী যুগান্তর ৷


ভোগ ফেঁড়ে অনায়াসে ব্যাথায় ,
বিদায় বাবা বিদায় -চিরতরে বিদায় ৷
কৃতান্জলি করি  বাবা পশ্চিমে
বিধাতা রহমত নাযিল হোক অবমে ৷